মানিকগঞ্জ প্রতিনিধি:
২০২৪ সালের জুলাই- আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে সিংগাইর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, যুব উন্নয়ন কর্মকর্তা আবু সালেক মাহমুদ, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকী, সাংবাদিক প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন সরকার, শহিদ সাদের বাবা মোঃ বাহাদুর খান, শহিদ তুহিনের স্ত্রী প্রমুখ।
বক্তারা ছাত্র- জনতার বিপ্লব ও শহিদদের গুরুত্ব তুলে ধরেন, বক্তারা শহিদ সাদ মাহমুদকে চিরদিন স্মরণে রাখতে শহীদ রফিক সেতু থেকে ফোর্ডনগর সড়ককে শহিদ সাদ মাহমুদ সড়ক এবং তালেবপুর শহিদ মোঃ তুহিনের বাড়ির পাশের সড়ককে শহিদ তুহিন সড়ক নামকরণ ও সরকারিভাবে সাইনবোর্ড লাগানোর প্রস্তাবনা আনেন।
তারা বলেন, ছাত্র-জনতার এ আত্মত্যাগ কখনোই ভুলা যাবে না।
এসময় সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুর রহমান, সিংগাইর উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃ মোবারক হোসেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ সাইদুর রহমানসহ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণ কারী ছাত্র-ছাত্রী, বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে উপজেলা মসজিদে শহিদদের আত্মার মাগফেরত কামনায় ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।
আগের পোএ্ট
এই বিভাগের আরো খবর