‎সিংগাইরে সহকারী শিক্ষক সমাজের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ সিঙ্গাইর উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান ও নতুন কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আয়োজনে উক্ত অভিষেক ও কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

‎সিংগাইরে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি মোঃ সারোয়ার হোসেন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহিনুর আল-আমীন।

‎অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোহাম্মদ আলী ও আহসান উদ্দিন।

‎অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ হোসাইন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সহ-সভাপতি আহসান উদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

‎অনুষ্ঠান শুরুর পূর্বে সহকারী শিক্ষকদের আয়োজনে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এসময় তারা আধুনিক গান পরিবেশন করেন।

‎এসময় উপজেলা সহকারী শিক্ষক সমাজের সিনিয়র সহ-সভাপতি মোহম্মদ মহসিন খান, আজানুর রহমান, ওবায়দুল রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন সামী, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলায়েত হোসেন জনিসহ উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর