সিংগাইরে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতিতে মোঃ আবুল হোসেনকে সভাপতি ও দেওয়ান মোঃ আবু কাউসারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি গঠন করা হয়েছে।

শনিবার(২৩ নভেম্বর) দুপুরে সিংগাইর সদর ইউনিয়ন পরিষদের হলরুমে কমিটি গঠন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

কমিটি গঠন অনুষ্ঠানে সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় ও দক্ষিন চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রাসেল খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস।

আরো বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিনুর রহমান সৌরভ, আনোয়ার হোসেন ভূঁইয়া, শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, আব্দুল আলিম খান, নাজনীন শাপলা, মোঃ মোজাম্মেল হোসেন প্রমুখ।
এসময় উপজেলার ৯৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার ৯৭ টি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রস্তাবনা ও সমর্থনে আবুল হোসেনকে সভাপতি ও দেওয়ান আবু কাউসারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।

এই বিভাগের আরো খবর