জসিম উদ্দিন সরকার, মানিকগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরে ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এদিন সিংগাইর বাজারে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। রবিবার(২৭ অক্টবর) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর যুবদলের যৌথ আয়োজনে এ ফ্রি-মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ফিতা কেটে ক্যাম্প উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম খান শান্ত।
এসময় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভারও আয়োজন করা হয়। সভায় উপজলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি ইঞ্জিনিয়ার মাঈনুল ইসলাম খান শান্ত। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার কাজী, সদস্য সচিব সফিকুল ইসলাম জীবন।
এসময় জেলা বিএনপির উপদেষ্টা সদস্য মোঃ আলাউদ্দিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব হোসেন রাজা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডাঃ সফিউদ্দীন, সহ-সভাপতি খান মোহাম্মদ হাবিবুল আলম মোহাম্মদ আলী, আব্দুল মান্নান, যুগ্ম-সম্পাদক বাহাউদ্দীন, মোস্তাফিজুর রহমান বিশ্বাস মিলন, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, ছানোয়ার হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, সাবেক কমিশনার নূরে আলম বাবুল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আল হাসান, বিএনপি নেতা মোঃ বাহাউদ্দিন, মোঃ শহীদুল ইসলাম, সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বকন্ঠে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এবং আলোচনাসভা শেষে জনগণের মধ্যে ডেঙ্গু সচেতনতা সৃষ্টির লক্ষে লিফলেট বিতরণ করা হয়।