মানিকগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সিংগাইর উপজেলা যুবদলের উদ্যোগে রবিবার (২৭ অক্টোবর) স্থানীয় সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে রক্তের গ্রুপ ও ডায়েবিটিস পরিক্ষাসহ সেবাগ্রহীতাদের বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয়।
এ উপলক্ষ্যে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: কামাল হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম মোকা, শেখ আসাদুল্লাহ আজাদ, সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুর রহমান মিঠু, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয় ও সাধারণ সম্পাদক বাবুল হোসেন।
এছাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সিংগাইর সরকারি কলেজের সাবেক জিএস মিজানুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইদুর রহমান সাগর, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাহাবুবুর রহমান রনি ও সিংগাইর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ফয়সাল হোসেন প্রমূখ।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক শেখ সাজেদুল আলম স্বাধীন, শেখ আব্দুস সোবাহান, পৌর বিএনপির সহ-সভাপতি মহিদুর রহমান মোল্লা, যুগ্ম-সম্পাদক আতাউর রহমান আতা, রিপন উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, সাইদুর রহমান আকুল, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোনায়েম আহমেদ বিপ্লব, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল হক ও সাধারণ সম্পাদক এমদাদুল হকসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।