সিংগাইরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে সভা

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ঐতিহ্যবাহী শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নানসহ অনেকে।

সভাটি সঞ্চালনা সঞ্চালনায় করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নোশিন তাবাসসুম। ছাত্রদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন সাজেদুল ইসলাম (সপ্তম শেনি) ও নুসরাত জাহান রাইছা (নবম শ্রেণি)।

এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এই বিভাগের আরো খবর