মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে বিশাল কর্মী বহর নিয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেন সিংগাইর পৌর বিএনপির সভাপতি ও সিংগাইর পৌর সভার সাবেক মেয়র খোরশেদ আলম ভূইয়া জয়। ১৬ ডিসেম্বর সোমবার সকাল পৌনে ৯টার দিকে তিনি তার নিজ বাস ভবন থেকে বিজয় র্যালী নিয়ে যাত্রা শুরু করেন। এসময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
র্যালীটি সিংগাইর বাজারে বালিকা উচ্চ বিদ্যালয় সড়কে অবস্থানরত সিংগাইর উপজেলা বিএনপি বিজয় মিছিলে যোগ দেন। সেখানে উপজেলা বিএনপির উদ্যোগে র্যালি পুর্বক আলোচনা সভার আয়োজন করা হয়। পরে শত শত নেতাকর্মীদের নিয়ে বিজয় র্যালি বের হয়।
র্যালীটি সিংগাইর বাজার প্রদক্ষিণ করে থানার সামনে দিয়ে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ চত্ত্বরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্বরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। অনুষ্ঠানে সমাপ্তি বক্তব্য দেন সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান।
সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুন, রহমান আকুল সহ অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়া অংখ্য বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।