‎সিংগাইরে বারসিকের খাদ্য ব্যবস্থাপনা ‎বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি:
‎কৃষি বিভাগ, গভেষক ও ভোক্তাদের অংশগ্রহণে মানিকগঞ্জের সিংগাইরে কৃষিপ্রতিবেশ বিজ্ঞান ভিত্তিক কৃষি পদ্ধতি এবং খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস (বারসিক)-এর উদ্যোগে বুধবার (১৮ ডিসেম্বর) উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা।

‎উপজেলা কৃষি অফিসার হাবিবুল বাশার চৌধুরীর সভাপতিত্বে সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান সোহাগ। শুভেচ্ছা বক্তব্য দেন বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়।

‎এছাড়া বারসিক এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর শিমুল কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার মঞ্জুরুল ইসলাম, উপজেলা সবুজ সংহতি কমিটির উপদেষ্টা হারুন অর রশিদ, উপজেলা সহকারি কৃষি সম্প্রসারন অফিসার মুখলেছুর রহমান ও কাজী শহিদুল ফেরদৌস।

‎এসময় সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন, কৃষিবিদ মাসুদুর রহমান ও প্রকল্প কর্মকর্তা মোঃ নজরুল ইসলামসহ  উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর