সিংগাইরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে শক্তিশালী করার লক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিংগাইর উপজেলা শাখার উদ্যোগে প্রতিনিধি সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর উপজেলার বলধারা ইউনিয়নের কালিয়কৈর বাঙ্গালা বাজারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এদিন উক্ত প্রতিনিধি সম্মেলনকে কেন্দ্র করে মানিকগঞ্জ জেলা শহর ও সিংগাইর হতে দুপুর থেকেই অনুষ্ঠান স্থলে যোগদান করতে শুরু করেন নেতাকর্মীরা। অনুষ্ঠান স্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে জোহরের নামাজ শেষে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে যথা সময়ে শুরু হয় সম্মেলনের মূল কার্যক্রম।

বক্তারা বলেন, এদেশের একটি সরকার বাংলাদেশ জামায়তে ইসলাম ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করতে এমন কোন জুলুম নির্যাতন নাই যা তারা করে নাই। এত কিছু করেও তাদের শেষ রক্ষা হয়নি। ছাত্র-জনতার আন্দোলনে তাদের এদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে।

বক্তারা আরো বলেন, বিগত ১৭ বছরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ছাত্র শিবির যে অন্যায়ের শিকার হয়েছে, এত কিছুর পরও আমরা টিকে আছি। আমাদের কেন্দ্রীয় আমীর আওয়ামী লীগকে ক্ষমা ঘোষণা করেছেন। আমরা ব্যক্তিগত আক্রোশে, ব্যক্তিগত ভাবে কারো ওপর আক্রমন করবনা।

তারা আরো বলেন, আগামী ৬ মাসের মধ্যে বলধারা ইউনিয়নকে ইসলামী আন্দোলনের ঘাঁটি হিসেবে পরিণত করা হবে। বক্তারা নেতাকর্মীদের সর্বাবস্থায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিংগাইর উপজেলা শাখার সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংগাইর উপজেলা শাখা সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু জিহাদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ কামরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এ্যাড. মোঃ আওলাদ হোসেন।

আরো বক্তব্য দেন, সম্মেলনের বিশেষ অতিথি গাজীপুর মহানগরীর কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিংগাইর থানা শাখার আমীর মাওলানা মোঃ আব্দুল মান্নান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিংগাইর উপজেলা শাখার সহ সাধারণ সম্পদক মাহমুদ উল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিংগাইর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিংগাইর পৌর শাখার সভাপতি সাইফুল্লাহ মানছুরসহ অনেকে।

এই বিভাগের আরো খবর