‎সিংগাইরে দুর্গা পূজার মন্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির সভাপতি রিতা

‎মানিকগঞ্জ প্রতিনিধি:

‎মানিকগঞ্জের সিংগাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা । শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন তিনি । সব শেষে তিনি পরিদর্শন করেন শায়েস্তা ইউনিয়নের সিদ্ধা বাড়ি পূজা মন্ডপ। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস,এম জিন্নাহ কবিরসহ তার সফর সঙ্গী হিসেবে আরো অনেকে উপস্থিত ছিলেন ।

‎আফরোজা খান রিতা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় থাকবে, তা হলো আমরা সবাই বাংলাদেশী। আমাদের মাঝে কেউই সংখ্যালঘু নয়। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ, এই মানবিক গুণাবলী নিয়ে আমরা প্রত্যেকটা মানুষ নিজেদের তুলে ধরতে চাই। আমরা সৌহার্দ্যপূর্ণ অসাম্প্রদায়িক একটা জেলা গড়ে তুলতে চাই।

‎আরো উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রুমান, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মিঠু, সাবেক পৌর মেয়র খোরশেদ আলম জয়, শায়েস্তা ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফ মৃধাসহ সিংগাইর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর