জসিম উদ্দিন সরকার, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের সিংগাইরে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬সেপ্টেম্বর) দুপুরে সিংগাইর উপজেলার কাংশা রোডে তাহ্সিনুল কুরআন ইন্টার ন্যাশনাল মাদ্রাসায় উক্ত আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়।
সভায় সকলের সম্মতিক্রমে মাওলানা ইব্রাহিম খলিলকে সভাপতি ও মুফতি সাব্বির আহমেদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব হাফেজ মোঃ আব্দুর রহমানের সভপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি নিজামুদ্দিন।
বিশেষ অতিথি হিসেব উপিস্থিত ছিলেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকিবুল ইসলাম, বাংলাদেশ মুজাহিদ কমিটি, মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আকরাম হোসেন।
নবগঠিত কমিটির বাকিরা হলেন, সহ সভাপতি মাও. মোবারক হোসেন, সহ সাধারণ সম্পাদক মুফতি কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাও. আশরাফ আলী সাদ রাব্বানী, সহ সাংগঠনিক সম্পাদক মাও. শফিকুল ইসলাম, কওমী মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাও. আবুজর গিফারী, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাও. রফিকুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মুফতি ওমর ফারুক, প্রচার সম্পাদক মুফতি সুলতান আহমেদ, সহ-প্রচার সম্পাদক মাও. আসলাম, দপ্তর সম্পাদক মুফতি ইসমাইল, বাইতুল মাল বিষয়ক সম্পাদক আ. কাইয়ুম, সদস্য মাওলানা খলিলুর রহমান, ফজলুর রহমান।