মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে উপজেলার বায়রা ইউনিয়নের চর নয়াবাড়ি এলাকায় চুরি করে পালানোর সময় এক চোরকে গনধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রবিবার (৩নভেম্বর) দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ওই চোরকে হেফাজতে নেয় সিংগাইর থানা পুলিশ।
জানা যায়, রবিবার দিবাগত রাতে চর নয়াবাড়ির মৃত ছাত্তার মিয়ার পুত্র ইসরাফিলের বাড়িতে চুরি করার সময় স্থানীয় লোকজনের হাতে আটক হয় সংঘবদ্ধ চোরদলের সদস্য রুস্তম আলী(৫৩)। পরে স্থানীয় জনতা তাকে গণধোলাই দেয়। এসময় তার সাথে থাকা আরো তিন চোর পালিয়ে যায়। এদিকে গণধোলাইয়ে আহত চোর রুস্তম আলীকে হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী।
চোর রুস্তম আলী মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মিরহাটাইল গ্রামের কুদ্দুস আলীর ছেলে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, এর আগেও গত রবিবার (২৭ অক্টোবর) একই স্টাইলে চর নয়াবাড়ি আহমদ আলীর পুত্র আবদুল কাশেমের বাড়িতে সুকৌশলে খাবারের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে দেয় চোরের দল। সেই খাবার খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে চোর ঘরে ঢুকে নগদ টাকাসহ স্বর্ণালংকার ও ঘরের দামি জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
এবিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, খবর পেয়ে সিংগাইর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চোর সদস্য রুস্তম আলীকে হেফাজতে নেয়া হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রাথমিক চিকিৎসা শেষে তাক আদালতে প্রেরণ করা হবে।
আগের পোএ্ট
পরে পোষ্ট
এই বিভাগের আরো খবর