মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের সিংগাইরে খাল পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) শায়েস্তা ও চারিগ্রাম ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে সাহরাইলের বালিয়াডাঙ্গী AHM ইটভাটার সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় শতাধিক ভক্তভোগী জনগণ ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করে বলেন, খালটি চারিগ্রাম কালিগঙ্গা নদী হতে চারিগ্রাম সাহরাইল রাস্তার পাশ দিয়ে সাহরাইল হয়ে বের বয়ে যেত। কিন্তু দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে খালটি দখল করে রেখেছে AHM ইটভাটা কর্তৃপক্ষ। তারা বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাব খাটিয়া, প্রায় অর্ধ কিলোমিটার রাস্তার পাশে খালটি ভরাট করে তাদের ইটভাটার কাজে ব্যবহার করছে। এখন এই খাল দিয়ে আর পানি প্রবাহিত হয় না। যেকোনো উপায়ে খালের অন্য প্রান্তে পানি ঢুকে গেলেও জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েন এলাকাবাসী।
তারা বলেন, খাল দিয়ে নিয়মিত পানি প্রবাহিত না হওয়ায় সবচেয়ে বড় দুর্ভোগে রয়েছেন চাষীরা। নিয়মিত পানি না পাওয়ায় অনেক জমি চাষাবাদ অযোগ্য হয়ে পড়েছে। ফলে তিন ফসলী শস্য তারা চাষ করতে পারছেন না।
তারা আরো বলেন, এই খাল দিয়ে এক সময় পাল তুলে নৌকা চলত। স্থানীয়রা এই খালের মধ্যে গোসল করতো। আমরা নিজেরাও এক সময় এই খালে সাঁতার কেটেছি, খালটি বড় হওয়ায় পাল্লা ধরে এপার থেকে ওপারে গিয়েছি, কত আনন্দ করেছি, আজ ভড়াট দখলের কারণে খালটি বন্ধ হয়ে গেছে।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তারা জানান, অনতিবিলম্বে খালিটি দখল মুক্ত করে, ইট ভাটার দখল থেকে খালটি উদ্ধার করে, যেন খালটি ফের খনন করার ব্যবস্থা করা হয়। না হলে স্থানীয় জনগণ আরো কঠোর আন্দোলন গড়ে তুলবে।
মানববন্ধনে রোমান মৃধা আমিনুল মৃধা, যুবদলের আহ্বায়ক আমজাদ হোসেন মৃধা, সুবাহান মাষ্টার, আশরাফ মাস্টার, লিটন মৃধা, আব্দুল বারেকসহ চারিগ্রাম ও শায়েস্তা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত স্বতাধিক জনগণ অংশগ্রহণ করেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও কামরুল হাসান সোহাগ বলেন, মানববন্ধনের বিষয়ে আমরা অবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।