সিংগাইরে কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি:

আন্তর্জাতিক মানবধিকার দিবস উপলক্ষে স্বৈরাচার আওয়ামী লীগের শাসনামলে গুমের শিকার সকল নেতাকর্মী ও আওয়ামীলীগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড নির্যাতনের শিকার নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে মানিকগঞ্জের সিংগাইরে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সিংগাইর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কলেজের প্রধান ফটকের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিংগাইর সরকারি কলেজের ছাত্রদল নেতা শিহাব হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সিংগাইর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক কামরুল হাসান শাকিল, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রাসেল হোসেন, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ফয়সাল হোসেন, সাবেক যুগ্ম আহবায়ক আকাশ হোসেন, কলেজ ছাত্রদল নেতা সাহিল হোসেন, কলেজ ছাত্রদল সাবেক সদস্য সজিব হোসেনসহ অনেকে।

এসময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদল নেতা ফাহিম হোসেন, ইফতেখার আহমেদ, রাহুল হোসেনসহ উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ ও সিংগাইর সরকারি কলেজে ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারন শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

এই বিভাগের আরো খবর