‎সিংগাইরে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও  আলোচনা সভা

মানিকগঞ্জ প্রতিনিধি:

ঐতিহাসিক ‎৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিংগাইর উপজেলা শাখার (রিতা অংশের) উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভায় আয়োজন করা হয়। এতে স্বতঃস্ফূর্তভাবে উপজেলা বিএনপির কয়েকশ নেতাকর্মী অংশগ্রহন করেন। বৃহস্পতিবার (৭ই নভেম্বর) সকাল ১১ঘটিকার সময় এই র‍্যালি বের হয়। এর আগে সিংগাইর বাজারের উপজেলা বিএনপির অফিসের সামনের সড়কে র‍্যালিপূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

‎আলোচনা সভায় বক্তারা প্রতিবাদে ফেটে ওঠেন। এ সময় বক্তারা মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের কঠোর সমালোচনা করেন বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে মমতাজ বেগম বিভিন্ন সময়ে অনেক কটুক্তি করেছে। মমতাজের সব অপরাধের বিচার এই দেশেই হবে। বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না।

‎আলোচনা সভার শেষে বিশাল র‍্যালি বের হয়, র‍্যালিটি সিংগাইর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় সড়ক প্রদক্ষন করে সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সামনে দিয়ে, উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখান থেকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

‎সিংগাইর উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমানের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মিঠু, পৌর বিএনপির সভাপতি খোরশেদ আলম ভূইয়া জয়সহ সিনিয়র নেতৃবৃন্দ।

‎উপস্থিতি ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি মনিরুল ইসলাম মোকা, সাবেক ভিপি  মো. মহসিন, সাংগঠনিক সম্পাদক সাজেদুল আলম স্বাধীন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ভিপি কামাল হোসেন, ভিপি জাকির হোসেন, সেচ্ছাসেবক দলের সিনিয়ম যুগ্ন আহ্বায়ক সাইদুর রহমান সাগর, কৃষকদল নেতা মোনেম আহমেদ বিপ্লব, মহিলা দলের সাধারন সম্পাদিকা রিপন আক্তার, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মো. রনি, সাবেক যুগ্ন আহবায়ক শাকিল আহমেদ, কলেজ ছাত্রদলের মো. শাহিল, মো. রাসেল, ফয়সাল গাজিসহ সিংগাইর পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবকদলের নেতাকর্মী সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর