মানিকগঞ্জ প্রতিনিধি:
জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং চট্টগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে ও খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানিকগঞ্জে সিংগাইরে মানববন্ধন ও ব্যাপক বিক্ষোভ প্রদর্শিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) জুম্মার নামাজের পর গোবিন্দল জামটি মার্কেটে ও মানিকনগর বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এছাড়াও এদিন সিংগাইরে বিভিন্ন স্থানে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
গোবিন্দল জামটি মার্কেটে জুম্মার নামাজের পর স্থানীয় অরাজনৈতিক সংগঠন মইনুল উম্মাহ পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গোবিন্দলের অসংখ্য মানুষ অংশ গ্রহন করেন। সংগঠনের সভাপতি মাও. কাওছার আহমাদের সভাপতিত্বে সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারী মাও. দেলোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন, মাওলানা ইমরান হোসেন, মাওলানা সোলায়মান হোসেন, মাওলানা রইসুল ইসলাম, মাওলানা কামাল হোসেন সহ আরো অনেকে।
অন্যদিকে চান্দহর ইউনিয়নের মানিকনগর বাজারে জামির্তা ইউনিয়ন ও চান্দহর ইউনিয়নের ইসলামপ্রিয় তাওহীদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় অসংখ্য মসজিদের ইমাম ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। মুহাম্মদ উল্লাহ ও রুহুল আমিনের পরিচালনায় বক্তব্য দেন ও মুনাজাত করেন মাওলানা আব্দুল হক বিন নুর। আরও বক্তব্য রাখেন, আমজাদ হোসাইন, আজিজুল হক টিক্কা (এপিপি), এড আব্দুল বাতিন, মশিউর রহমান দুলাল, মাওলানা আশেক ইলাহী, মুফতি সেলিম হোসাইন, মাওলানা আবু হানিফ, মাওলানা আহমাদ হোসাইনসহ আরও অনেকে।
পরে পোষ্ট
এই বিভাগের আরো খবর