সিংগাইরে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ

জসিম উদ্দিন সরকার, মানিকগঞ্জ:

‎মানিকগঞ্জের সিংগাইরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ্যাডঃ সাইফুল ইসলাম আরিফকে হত্যার বিচার ও জঙ্গি সংগঠন ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবিতে সিংগাইর উপজেলা হেফাজতে ইসলামের আয়েজনে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা চত্বরে সমবেত হয়ে বক্তব্য দেন, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি আব্দুল ওহাব, সহ সভাপতি মাওলানা ফজলুল করিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মুফতি, সাংগঠনিক সম্পাদক মুফতি মাসউদুর রহমান আইয়ুবী, মাওলানা নাজমুল হক মানিকগঞ্জি, মাওলানা আশরাফুল ইসলাম, হাফেজ আব্দুল করিম প্রমূখ।

‎তারা বলেন, আমাদের ভাই সাইফুল ইসলাম আরিফকে জঙ্গি সংগঠন ইসকনের সদস্যরা নৃশংস ভাবে হত্যা করেছে। আমরা এর কঠিন বিচার দাবি করছি। আসামিদের আইনের আওতায় এনে অনতিলম্বে ফাঁসি কার্যকর করতে হবে। সেই সাথে এই জঙ্গি সংগঠন ইসকন বাংলাদেশ থেকে রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ ঘোষনা করতে হবে।

‎সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছলাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় সিংগাইর উপজেলা হেফাজতে ইসলামীর ইউনিয়ন কমিটির নেতাকর্মীসহ উপজেলার অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এই বিভাগের আরো খবর