মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর সরকারি কলেজের এক ছাত্রদল নেতাকে হত্যা চেষ্টা মামলায় সিংগাইর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মীর মো. শাহজাহানসহ ৫জন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে সিংগাইর থানা পুলিশ। গত বুধবার (২অক্টোবর) রাতে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়।
বাকি আসামীরা হলেন, সিংগাইর পৌরসভার ১ নং ওয়ার্ডের কমিশনার ও ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান, ছাত্রলীগ নেতা মীর বাবু ও মাহিনুর রহমান মাহিন এবং জয়মন্টপ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।
ঐ মামলার প্রধান আসামী সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান ভিপি শহিদসহ ২৬জন। ভিপি শহিদ গত ৫ আগষ্টের পর থেকে পালাতক রয়েছে। তাকেসহ মামলার বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে থানা পুলিশ।
মামলার এজহার সূত্রে জানা যায়, গত ২০২২ সালের ১৫ ডিসেম্বর সিংগাইর সরকারি কলেজের ততকালীন ছত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম ভূইয়া হানিফের মটর সাইকেল গতিরোধ করে সিংগাইর বাসষ্ট্যান্ডের পাশে প্যারামাউন্ট টাওয়ারের সামনে তাকে হত্যার উদ্দেশ্য আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। প্যারামাউন্ট টাওয়ারের একটি নির্জন কক্ষে নিয়ে চালায় নির্যাতন। তার ডাক চিৎকারে স্থানীয়রা জড়ো হলে সন্ত্রাসীরা স্থানীয়দের ধাওয়া করে। এই সুযোগে তরিকুল ইসলাম ঐ কক্ষ থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। তার পেছনে সন্ত্রাসীরা ধাওয়া করলেও সে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তার মটর সাইকেল জ্বালিয়ে দেয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা।
ঐ ঘটনায় আহত তরিকুল আওয়ামী লীগ নেতাদের বাধায় হাসপাতেলে চিকিৎসা নিতে না পেরে বাসায় থেকেই সে চিকিৎসা নেয়। এছাড়া থানায় একাধিকবার মামলা করতে গেলেও মামলা নেয়নি পুলিশ।
সৃষ্ট ঘটনায় তরিকুল ইসলাম বাদি হয়ে গত সোমবার (৩০ সেপ্টেম্বর) ২৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৪০/৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এবিষিয়ে থানার পরিদর্শ মোশারফ হোসেন বলেন, হত্যাচেষ্টার একটি মামলার তদন্তে আসামীদের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়। তাই সিংগাইর থানার অভিযানিক দল বুধবার রাতে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। সেই সাথে আসামীদের রিমান্ড আবেদন করা হয়েছে।