জসিম উদ্দিন সরকার, মানিকগঞ্জ:
অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জের সিংগাইরে অনুষ্ঠিত হয়ে গেল গোবিন্দল ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর ফাইনালের আসর। গোবিন্দল জনতা সংঘের উদ্যোগে শনিবার (১৬ নভেম্বর) বিকেলে গোবিন্দল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শুরু হওয়ার আগেই মাঠ কানায় কানায় দর্শকে পূর্ণ হয়ে যায়। দর্শক গ্যালারিতে জায়গা না পেয়ে অনেক দর্শকদের স্কুল ভবন ও আশপাশের বাসাবাড়ির ছাদ ও গাছে উঠে খেলা উপভোগ করতে দেখা যায়।
ফাইনাল খেলায় অংশগ্রহন করে সিংগাইর সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড বনাম ৭নং ওয়ার্ড। প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলায় ১নং ওয়ার্ডকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ৭নং ওয়ার্ড। পরে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়।
গোবিন্দল কাদের মার্কেটের (নতুন বাজার) মো. আবুল হোসেনের সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু। এর আগে খেলার উদ্বোধন করেন পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের বিশেষ অতিথি ও ফাইনাল ম্যাচের উদ্বোধক মানিকগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মো. আলাউদ্দিন।
এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার রফিকুল ইসলাম সরকার, উপজেলা যুব দলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সদস্য সচিব ইসমাইল হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা মিয়া, সাবেক কাউন্সিলর নুরে আলম বাবুল, মাহফুজ সরকার, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মো. রাহেজ উদ্দীন ও ৭নং ওয়ার্ডের সদস্য খলিলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ।
টুর্নামেন্টটির আহ্বায়ক ছিলেন এমআরএম ব্রিক্সের স্বত্বাধিকারী মোয়াজ্জেম হোসেন ও পৃষ্টপোষকতায় ছিলেন কেএফসি ব্রিক্সের স্বত্বাধিকারী আবুল কাশেম। সার্বিক সহযোগীতায় ছিলেন বিশিষ্ট্য ব্যবসায়ী মজনু মিয়া, সাদেক্কাছ হোসেন, আরিফুর রহমান, শাহিনুর রহমান শাহিন ও রাসেল শাহ।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আবুল বাশার ও ধারাভাষ্যকার ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট দ্বীন ইসলাম ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক কামরুল হাসান শাকিল।
খেলায় বিজয়ী দলের খেলোয়াড় শুভ ম্যান অব দ্য ম্যাচ, পরাজিত দলের সোলাইমান শ্রেষ্ঠ খেলোয়াড় ও গোলরক্ষক জিলক্বদ সেরা গোলকিপার নির্বাচিত হন।
খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মধ্যে পুরুস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।