নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিনের উলিপুরস্থ জোতদারপাড়ার বাসভবনে হামলা, ভাংচুর, অগ্নি সংযোগ ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
জানাযায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ ত্যাগের পর ৫ আগস্ট বিকেলে দু তিশত দুর্বৃত্ত লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে কুড়িগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিনের উলিপুরস্থ জোতদারপাড়ার বাসভবনের দরজা ভেংগে ভিতর ঢুকে পড়ে এলোপাথারি ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
এসময় তারা মূল ভবনের দরজা-জানালা ভাংচুর এবং বারান্দা,২টি অফিসকক্ষ ও কনফারেন্স কক্ষের আসবাব, এসি, ফ্যান, ফাইল কেবিনেট, বঙ্গবন্ধু ও সাবেক প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। কিচেন রুমের তৈজসপত্র ভেংগে ফেলে। ২টি মোটর সাইকেল ও গ্যারেজে অগ্নিসংযোগ করে একটি মাইক্রোবাসসহ গ্যারেজের মালামাল ভস্মিভূত করে।
পিছনের ভবনের নীচ তলার মালামালে অগ্নি সংযোগ এবং দরজা- জানালা ভাংচুর করে। মূল ভবনের ২ তলার ড্রইং কক্ষের সমস্ত সোফা ও টেবিলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ৩টি শোয়ার ঘরের বিছানাসহ খাট, সোফা, কাঠের আলমারি, ইজি চেয়ার, স্টীল আলমারি, টেবিল-চেয়ার, ডাইনিং টেবিল, বুক সেলফ,মাইক্রোফোন, মূল্যবান ফাইল, জমির দলিল, বই- ডায়রি,কাপড়-চোপড়, বৈদ্যুতিক লাইন এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ৩ তলার সব কক্ষের দরজা-জানালা, আসবাব ডাইনিং টেবিল, খাট ভাংচুর করে বিছানাপত্র, কাপড়-চোপড়সহ পুড়িয়ে দেয়। বাসার চতুর্দিকের সব ক্যামেরা, কম্পিউটার ও ল্যাপটপ, ৩ টি টিভি,৩টি এসি, ২টি ফ্যান ও ২টি পানির মোটর নিয়ে যায়। সব ঘরের ফ্যান ও এসি ভাংচুর করে। ছাদের উপরের ২টি পানির ট্যাংক কুড়াল দিয়ে কোপে ভেংগে ফেলা হয়। এসময়ে সাবেক সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিনের বাসভবনে ছিলেন না।