Home প্রধান খবর সাবেক প্রতিমন্ত্রী আবুল হোসেন আর নেই।

সাবেক প্রতিমন্ত্রী আবুল হোসেন আর নেই।

69
0
SHARE

সময়ের চিত্র ডেস্ক।।

সাবেক অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শাহ্ মোহাম্মদ আবুল হোসেন আর নেই। সোমবার সকাল ১১টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ২০০১ জোট সরকারের আমলে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া একাধিকবার সংসদ সদস্য ছিলেন ও বরিশাল উত্তর জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। আজ বাদ মাগরিব গুলশান আজাদ মসজিদ মরহুমের নামাজের জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

মোহাম্মদ আবুল হোসেনের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেছেন। ডিবিসি টিভি ও ঢাকা টাইমস

image_print