দেশ

সাতক্ষীরা রেঞ্জে বিশ্ব বাঘ দিবস পালিত   

খুলনা প্রতিনিধি:

“বাঘ করি সংরক্ষণ, সমৃদ্ধ হবে সুন্দরবন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে শনিবার (২৯ জুলাই) সকাল ১১টায় বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

 

ওয়াইল্ডটিমের সহায়তায় র‌্যালী শেষে বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় সুন্দরবন ও বাঘের গুরুত্ব তুলে ধরে মাল্টিমিডিয়া ভিত্তিক প্রবন্ধ উপস্থাপনা করেন বনবিভাগ পশ্চিম সুন্দরবন খুলনার মৎস্য বিশেষজ্ঞ,বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মফিজুর রহমান চৌধুরী।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ষ্টেশনের ফরেষ্ট রেঞ্জার ফজলুল হক, ওয়াইল্ডটিম সাতক্ষীরা ফিল্ড অফিসের ফিল্ড ফ্যাসিলিটেটর সঞ্জিত কুমার মন্ডল, বুড়িগোয়ালিনী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলী সহ আরো অনেকে। অনুষ্ঠান উপস্থাপনা করেন বনবিভাগ বুড়িগোয়ালিনী অফিসের বিএস আমিনুল ইসলাম।

 

বক্তারা বলেন সুন্দরবন বাঁচলে উপকূলীয় এলাকা বাঁচবে। আর সুন্দরবনকে রক্ষা করতে বাঘকে সংরক্ষণ করতে হবে। এছাড়া বাঘের পরিসংখ্যানও তুলে ধরা হয়।

 

বনজীবি, ভিটিআরটি, সিপিজি, সিএমসি ,বনবিভাগ কর্মকর্তাবৃন্দ সাংবাদিক সহ অন্যান্যদের অংশগ্রহনে অনুষ্ঠানে আলায়ন প্রতিষ্ঠানের উদ্যোগে তিন জন বাঘ বিধবাকে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে উপহার সামগ্রী প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button