খেলাধুলা

সাকিব-তামিম দ্বন্দ্ব, বিসিবির সঙ্গে মাশরাফির বৈঠক

ক্রীড়া ডেস্ক:

দিন দশেক বাদেই ভারতে বসছে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে সাকিব-তামিম দ্বন্দ্বে টালমাটাল বাংলাদেশ ক্রিকেট। বিশ্বকাপের দল ঘোষণার ঠিক আগে তাদের দ্বন্দ্ব ভোগাচ্ছে বিসিবিকে। সেই দ্বন্দ্ব মেটাতে এখন বিসিবিতে মাশরাফি। মূলত, সাকিব-তামিম দ্বন্দ্ব নিরসন করতেই বিসিবির মিটিংয়ে ডাকা হয়েছে মাশরাফি বিন মর্তুজাকে। যেখানে স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে বৈঠক করছেন সাবেক এই অধিনায়ক।

জানা গেছে সন্ধ্যায় ঘোষণা হবে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড। গুঞ্জন রয়েছে তামিমকে দলে চান না হাথুরু-সাকিব। এসবের আগে অবসর ভেঙে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আবারো জাতীয় দলে ফিরেছেন তামিম।

প্রথম ওয়ানডেতে ব্যাট করার সুযোগ না পেলেও, দ্বিতীয় ম্যাচে খেলেন ৪৪ রানের ইনিংস। বিশ্বকাপ দলে অনুমিত ভাবেই থাকার কথা দেশসেরা এই ওপেনারের। তবে এই চোটে বেশ বেকায়দায় পড়তে হচ্ছে তামিমকে। যে কারণে বিশ্বকাপে তিনি পুরোপুরি খেলতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ-সংশয় দেখা দিয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলার পরই সংবাদ সম্মেলনে এসে তামিম জানিয়েছিলেন, তিনি এখনও পুরোপুরি ফিট নন। ঝুঁকি এড়াতে খেলছেন না শেষ ওয়ানডে ম্যাচে। বিসিবি সূত্রের খবর, তামিম নাকি নির্বাচকদের জানিয়েছেন, যদি তাকে বিশ্বকাপ দলে নেওয়া হয়, তাহলে এটা (শতভাগ ফিট নন) মেনে নিয়েই নিতে হবে। দলে থাকলে তিনি তার সর্বোচ্চটা দিয়েই খেলার চেষ্টা করবেন। তার কোমরের সমস্যার কথা গুরুত্ব সহকারে সামনে এনেছেন।

তবে এমন ‘আনফিট’ ক্রিকেটারকে বিশ্বকাপের মত বড় আসরে বয়ে বেড়াতে চাচ্ছেন না কোচ ও অধিনায়ক। বিসিবি সূত্রের খবর, তামিমের এমন শর্তে রাজি নয় অধিনায়ক সাকিব আল হাসান। কাল রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসানের বাসায় হওয়া এক সভায় অধিনায়ক সাকিব আল হাসান এবং কোচ চন্ডিকা হাথুরুসিংহে বোর্ড সভাপতিকে জানিয়েছেন, বিশ্বকাপের মতো বড় আসরে তারা কোনো ‘আনফিট’ বা ‘অর্ধেক ফিট’ ক্রিকেটারকে দলে চান না। এমনকি তিনি যদি হন তামিম ইকবালের মতো অভিজ্ঞ কেউও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button