বিদেশ

সাইকেলে হজযাত্রা: ভারতে ঢুকতে পারেননি সালাম। সময়ের চিত্র

সাইকেল চালিয়ে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হওয়া থাইল্যান্ডের নাগরিক ইসা আব্দুল্লাহ সালামকে ভারতে ঢুকতে দেয়নি ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

বেনাপোল দিয়ে ভারতের ইমিগ্রেশনে গেলে বুধবার বিকেলে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেন।

বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ভারতীয় ইমিগ্রেশন সড়কপথ ব্যবহার না করে তাকে আকাশপথ ব্যবহারের পরামর্শ দেন। তিনি বেনাপোল বন্দরে দেরি না করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

তিনি আরও জানান, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ফ্লাইটে কলকাতায় যাবেন। সেখান থেকে সাইকেল চালিয়ে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে সালামের।

সাইকেল চালিয়ে সড়কপথে ভারত যাওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা আছে কি না জানতে চাইলে ওসি জানান, সালামের কাছে ই-ভিসা আছে। ই-ভিসায় সড়কপথে, আকাশপথে দুভাবেই ভারতে যাওয়া যায়।

থাইল্যান্ডের নাগরিক ৬৪ বছর বয়সী ইসা আব্দুল্লাহ সালাম বাংলাদেশ থেকে ভারত,পাকিস্তান, ইরান, কাতার ও বাহরাইন হয়ে সৌদি আরবে যাবেন।

সাইকেল চালিয়ে ঢাকা থেকে রওনা হয়ে পথে বেশ কয়েকটি স্থানে বিরতির পর বুধবার সকাল সাড়ে ১০টায় ইমিগ্রেশন ও কাস্টমসের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button