সাংবাদিক শামসের মুক্তির দাবিতে আশুলিয়ায় মানববন্ধন

সাভার প্রতিনিধি:

সংবাদ প্রকাশের জেরে সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গভীর রাতে সাদা পোশাকে তুলে নেওয়ার প্রতিবাদে ও তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা।

শনিবার (১ এপ্রিল) দুপুর ১২ টার দিকে সাভারের ইপিজেড এলাকায় আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিও জানান।

এ মানববন্ধন থেকে সাংবাদিকরা জানান, সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে রাতের আধারে সাদা পোশাকে একদল আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায়। তাকে কেন রাতের আধারে গ্রেপ্তার করতে হবে। তিনি তো পালিয়ে যেতেন না। আমরা এর তিব্র প্রতিবাদ জানাই। সেই সাথে ডিজিটাল নিরাপত্তা নামক কালো আইন বাতিল করতে হবে।

তারা আরও বলেন, আপনারা জানেন এই শামসের ভাই এসি রবিউল ইসলাম ঢাকার হলি আর্টিজান জঙ্গি হামলায় নিহত হয়েছে। যেখানে এক মায়ের সন্তান দেশের জন্য শহীদ হয়েছে সেখানে অন্য সন্তান দেশের বিরোধী কার্যকালাপ কিভাবে করে। তিনি রাষ্ট্রের ভালোর জন্য কাজ করেন। তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি তাকে নিঃশর্ত মুক্তি চাই।

মানববন্ধন শেষে তারা প্রতিবাদ মিছিল করেন। এ সময় সাভার, আশুলিয়া,ধামরাই ও কাশিমপুরের শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

 

এই বিভাগের আরো খবর