
নিজস্ব প্রতিবেদক।। দৈনিক সময়ের চিত্র’র সম্পাদক এ আর এম মামুনের ছেলে মোঃ মাসরুর রহমান মাসফু গত ২২ দিন যাবৎ টাইফয়েড জ্বরে আক্রান্ত। সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে শিশু বিভাগের অধ্যাপক মাহবুব মোতানাব্বীর অধীনে চিকিৎসাধীন আছে। দ্রুত সুস্থতার জন্য মাসফুর পিতা মাতা সকলের কাছে দোয়া চেয়েছেন।