সাংবাদিকরা গঠনমূলক লেখনীর মাধ্যমে দেশ তথা জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন

 ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান

মোকাম্মেল হক মিলন: সাংবাদিকদের গঠনমূলক লেখনীর মাধ্যমে দেশ তথা জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করে থাকে।তাই তিনি এলাকার উন্নয়ন জনগণের কল্যাণে আসবে এই ধরনের লেখা বেশি তুলে ধরার আহ্বান জানান। ভোলা প্রেসক্লাবের মিলনায়তনে পিআইবি কতৃক তিনদিনের বেসিক জার্নালিজম ট্রেনিং উদ্ভোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আরিফুজ্জামান এ কথা বলেছেন। জেলা প্রশাসক আরিফুজ্জামান আরো বলেন সাংবাদিকরা প্রশিক্ষণের জ্ঞান কে কাজে লাগিয়ে নিজেদের সমৃদ্ধ করার পাশাপাশি মানুষের কল্যাণে উন্নয়ন, সমস্যা সহ বিভিন্ন পর্যায়ের তথ্য তুলে ধরতে হবে। ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মামুন, রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের খন্ডকালীন শিক্ষক মোঃ শাহাবুদ্দিন ও পিআইবির প্রশিক্ষক মোঃ শাহ আলম সৈকত এবং ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ রায় অপু। তিনদিন ব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন উপজেলার 35 জন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেছেন। উল্লেখ্য ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আগামী 30,31, মার্চ ও 1 এপ্রিল 24 এক ই ভেন্যুতে অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানান। ভোলা প্রেসক্লাবের আয়োজনে পিআইবি কতৃক তিনদিনের বেসিক জার্নালিজম ট্রেনিং উদ্ভোধন করেছেন জেলা প্রশাসক আরিফুজ্জামান।

এই বিভাগের আরো খবর