সাংবাদিকদের উদ্যোগে ইউএনও আসমা খাতুনকে বিদায় সংবর্ধনা

মোঃ এ কে নোমান, নওগাঁ:

নওগাঁর ধামইরহাটে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদায়ী অনুষ্ঠানে ইউএনও আসমা খাতুনকে নাটোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি প্রাপ্তির জন্য অভিনন্দন জানানো হয়। উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক ও সাংবাদিক আমজাদ হোসেন তাঁকে বিদায় সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান ও একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার। এছাড়াও, ধামইরহাটের স্থানীয় সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে ইউএনও আসমা খাতুনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর নতুন কর্মস্থলের জন্য শুভকামনা জানান।

সাংবাদিকদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ ও পেশাগত সম্পর্কের স্মৃতিচারণ করে বিদায়ী বক্তব্যে আসমা খাতুন বলেন, “ধামইরহাটের সাংবাদিকদের সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। আপনাদের সহযোগিতা ও নিরলস প্রচেষ্টা প্রশাসনিক কাজকে সহজ করেছে।” তিনি ধামইরহাটে সংবাদমাধ্যমের অবদানকে গুরুত্ব দিয়ে ধন্যবাদ জানান।

এই বিভাগের আরো খবর