
শীবু শীল, মৌলভিবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সরকারি শিশু পরিবার (বালিকা) পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।
এর আগে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে কার্যক্রম বন্ধ হওয়া বিদ্যাশ্রম পরিদর্শন করেন।
রোববার (১৩ আগস্ট) সকালে পরিদর্শনে আসা অতিথিদের বরণ করেন শিশু পরিবারের শিক্ষার্থীরা। পরে হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, সহকারী কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব হোসেন চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতির মৌলভীবাজার জেলা সভাপতি জহর তরফদার, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসনে সরদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল সরকারি শিশু পরিবার (বালিকা) উপতত্ত্বাবধায়ক সুমন দেবনাথ প্রমূখ।
এসময় সরকারি শিশু পরিবার (বালিকা) পরিদর্শন শেষে অতিথিরা জানান, ‘সরকারি শিশু পরিবার (বালিকা) -এর পুরাতন (৫ম তলা) ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।