মানিকগঞ্জ প্রতিনিধি:
সারাদিন ডুবুরিদের শত প্রচেষ্টা সত্যেও সন্ধান মিলেনি মানিকগঞ্জের সিংগাইর বায়রা এলাকায় ধলেশ্বরী নদীতে ডুবে নিখোঁজ হওয়া সেই বাবা মেয়ের। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের খুঁজে না পাওয়ায় আগামীকাল সকাল থেকে ফের উদ্ধার তৎপরতা চালিয়ে যাবার ঘোষণা দেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের খেয়াঘাট এলাকায় ধলেশ্বরী নদীতে গোসলে নেমে বাবা মেয়ে নিখোঁজ হন। তারা হলেন, বায়রা ইউনিয়নের চর নয়াবাড়ী গ্রামের বাসিন্দা মহিদুর রহমান (৪৫) ও তার মেয়ে রাফা আক্তার (১২)।
স্থানীয়দের সূত্রে জানা যায়, মহিদুর রহমান মেয়েকে সাঁতার শেখানোর সময় হঠাৎ দুজনেই স্রোতে ভেসে নিখোঁজ হন। পরে স্থানীয়রা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
মানিকগঞ্জের আরিচা স্থল কাম নদীবন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সিংগাইর উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যসহ মোট ৮ সদস্যের একটি দল সকাল ১০টা থেকে উদ্ধার অভিযান শুরু করেন। বৈরী আবহাওয়ার কারণে নদীতে স্রোত বেড়ে যাওয়ায় ডুবুরিদের উদ্ধার কাজে ব্যাহত হলেও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।
সিংগাইর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইস্তিয়াক হোসেন জানান, আরিচা স্থল কাম নদীবন্দর ফায়ার সার্ভিসের স্পেশাল ডুবুরি দল ও আমাদের সিংগাইর ফায়ার সার্ভিস নিখোঁজ বাবা মেয়েকে উদ্ধারের কাজ অব্যাহত রেখেছে।সন্ধ্যা হয়ে যাওয়ায় আজকের মত উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়েছে, সকাল থেকে ফের উদ্ধার কাজ শুরু হবে। তবে বৈরী আবহাওয়ার কারণে নদীতে স্রোত বেড়ে যাওয়ায় ডুবুরি দলের উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
বাবা মেয়েকে খোঁজে না পাওয়া পর্যন্ত তাদের উদ্ধার অভিযান চলমান থাকবে বলেও জানান ফায়ার স্টেশনের এই অফিসার।