
সন্দীপ প্রতিনিধি।।
সন্দীপ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা ও সদস্য সংগ্রহ কর্যক্রম আজ ১৭জুন শনিবার বেলা ১ টায় কবি আবদুল হাকিম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উক্ত বর্ধিত সভা উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য রাজিবুল হাসান , বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য এড.আয়মুল হাসান সুমন, এ.কে.এম আসগর, জাতীয় পরিষদ সদস্য মাহবুবুর রহমান বাবর। সভায় সভাপতিত্ব করেন সন্দীপ উপজেলার আহ্বায়ক রেজাউল করিম সাগর।
সভায় সদস্য সংগ্রহ কর্যক্রমের উদ্বোধন করেন মাহফজুর রহমান মিতা এমপি। সভায় সংগঠনের কার্যক্রম গতিশীল করতে সকল ইউনিয়ন, ওয়ার্ড, পৌর কমিটি গঠন করে উপজেলা সম্মেলন দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।