দেশ

শ্রীমঙ্গলে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে দুই যুবক আটক

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্নান (গোসল) করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন ৬৫ বছরের এক বৃদ্ধা নারী। গতকাল রোববার (০৩ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার জাগছড়া চা বাগান সংলগ্ন ছড়ায় ব্রিজের নিচে তিনি ধর্ষণের শিকার হন। ভুক্তভোগী বৃদ্ধা নওয়াগাঁও গ্রামের বাসিন্দা।

 

এ ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- আদর করের ছেলে মিঠু কর (২০), ও পরেশ করের ছেলে পলাশ কর (২২)। তারা উভয়ই নওয়াগাঁও গ্রামের।

 

পুলিশ জানায়, ‘রোববার আনুমানিক দুপুর ২ টার দিকে শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের অন্তর্গত জাগছড়া চা বাগান সংলগ্ন পানির ছড়ায় স্নান করতে গেলে পর্বে পরিকল্পিত উৎপেতে থাকা দুই যুবক ভিকটিমের মুখে চাপ দিয়ে ধরে ছড়ার ব্রীজের নিচে বালির উপর নিয়ে যায়। সেখানে বৃদ্ধা নারীকে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে দুই যুবক। ধর্ষনের পর বৃদ্ধা নারীকে ঘটনাস্থলে ফেলে চলে যায়। ভিকটিম ঘটনাস্থল থেকে অতিকষ্টে জনৈক মোস্তফা মিয়ার বাড়ীতে যেয়ে তার নিকট ঘটনার বিষয়ে জানান। তখন ভিকটিম মোস্তফা মিয়াকে আসামীদের বাড়ীতে নিয়ে গেলে মোস্তফা মিয়া আসামীদের নাম-ঠিকানা সনাক্ত করেন। ঘটনার বিষয়ে ভিকটিমের ছেলে গতকাল রোববার রাত ১১ টার দিকে শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে রাত সাড়ে ১১ টার দিকে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে।’

 

শ্রীমঙ্গল থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায় জানান, ‘ধর্ষণের ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। জড়িত দু’জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button