শোরুম উদ্বোধনে মিম

 

বিনোদন প্রতিবেদক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ক্যারিয়ারে অসংখ্য নাটক-সিনেমায় কাজ করেছেন তিনি। ভিন্ন মাত্রার চরিত্রে অভিনয় করে প্রশংসাও কুড়িয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। সম্প্রতি বসুন্ধরা সিটিতে দেশের অন্যতম সেরা ব্র্যান্ড ডায়মন্ড বাজার অ্যান্ড গোল্ডের একটি শোরুম উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেন বিদ্যা সিনহা মিম । এ সময় আরও উপস্থিত ছিলেন ডায়মন্ড বাজার এন্ড গোল্ডের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান, বাজুস-১ নম্বরের সহ-সভাপতি এম এ হান্নান আজাদসহ আরও অনেকে। শোরুম উদ্বোধন করে তিনি সাংবাদকিদের বলেন, আমি এখানে প্রথম এসেছি। আমার পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা। ডায়মন্ড বাজার এন্ড গোল্ডের কর্তৃপক্ষ যারা আছেন, তারা অনেক ভালো মানুষ। তারা যখন বলেন যে আমার কাজ ও অভিনয় খুব ভালো লাগে তাদের আর এ জন্যই তারা আমাকে দিয়ে শো-রুমটির উদ্বোধন করতে চায়, তখন তাদের ব্যবহারে মুগ্ধ হই এবং রাজি হই। তিনি আরও বলেন, শো-রুমটা অনেক বড়। অনেক নতুন নতুন কালেকশন আছে এখানে। যেহেতু সামনে বিয়ের মৌসুম চলে আসতেছে। তাই সবাই কেনাকাটা করবে। আমি আমার ভক্ত-শুভাকাঙ্খীদের বলব, সবাই যেন ডায়মন্ড বাজার অ্যান্ড গোল্ডে এসে বিয়ের কেনাকাটাটা করে। প্রসঙ্গত ডায়মন্ড বাজার অ্যান্ড গোল্ড প্রোডাক্ট কোয়ালিটির ক্ষেত্রে শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। উদ্বোধন উপলক্ষে দিচ্ছে বিগ ডিসকাউন্ট।

 

এই বিভাগের আরো খবর