শুরু হবার আগেই বন্ধ হয়ে গেল ভাষা শহীদ রফিক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে শুরু হবার আগেই বন্ধ হয়ে গেল ভাষা শহীদ রফিকউদ্দিন আহমদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪। সিংগাইর উপজেলা প্রশাসনের আয়োজনে ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা সমন্বয়ে মোট ১২টি দল নিয়ে আগামীকাল শনিবার (২৬ অক্টোবর) টুর্নামেন্টটি শুরু হবার কথা ছিল। কিন্তু আজ শুক্রবার সকালে এক জরুরী নোটিশের মাধ্যমে টুর্নামেন্টটি বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।

‎নোটিশে বলা হয়, ভাষা শহীদ রফিকউদ্দিন আহমদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর সকল খেলা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে টুর্নামেন্টের সময়সূচি জানিয়ে দেওয়া হবে। তবে ঠিক কি কারণে টুর্নামেন্ট বন্ধ করা হল, নোটিশে তা জানানো হয়নি।

‎ওই টুর্নামেন্টের এন্ট্রি ফি ২০হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। ১২টি দলের সম্মিতক্রমেই খেলার সকল আয়োজন করা হয়েছিল। উদ্বোধনি খেলায় ধল্লা ইউনিয়ন ও তালেবপুর ইউনিয়ন অংশগ্রহণ করার কথাছিল।

‎এবিষয়ে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার বসু বলেন, বিভিন্ন ব্যতিব্যস্ততার কারণে নির্ধারিত তারিখে আমন্ত্রিত অতিথিবৃন্দের অনেকে আসতে পারবেন বলে আমাদের জানিয়েছেন। তাই খেলা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নতুন সময়সূচী জানিয়ে দেয়া হবে।

এই বিভাগের আরো খবর