রাজনীতি

খালেদা জিয়া শুধু রাজনীতি কেন, নির্বাচনও করবেন : ফরিদুজ্জামান ফরহাদ

সময়ের চিত্র ডেস্ক : জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ক্ষমতাসীনরা এখন বলছেন- বেগম জিয়া রাজনীতি করতে পারবেন। আমরা বলব, খালেদা জিয়া শুধু রাজনীতি কেন, নির্বাচনও করবেন এবং আগামীতে এ দেশের প্রধানমন্ত্রীও হবেন।বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

শনিবার (৪ মার্চ) রাজধানীর বিজয়নগরে আল রাজি কমপ্লেক্সের সামনে পদযাত্রাপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। সংক্ষিপ্ত সমাবেশের পর পুরানা পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয় সমমনা জোটের পদযাত্রা।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায় এবং গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ পদযাত্রা আয়োজন করা হয়।

ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে এবং জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাতের সঞ্চালনায় পদযাত্রাপূর্ব সমাবেশে অন্যদের মধ্যে  বক্তব্য দেন জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button