দেশ

শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আত্মরক্ষামুলক মার্শাল আর্ট প্রশিক্ষণ

বিশেষ প্রতিনিধি ।।

কক্্রবাজারের টেকনাফে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে টেকনাফে কিশোরীদের আত্মরক্ষামুলক তায়কোয়ান্ডো মার্শাল আর্ট প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ আগষ্ট টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এসইএসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ৩ মাস মেয়াদী প্রশিক্ষণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার, মোঃ কামরুজ্জমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল কাদের এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস, ইউপি সদস্য ফরিদ উল্লাহ, বিজিএস এর প্রোগ্রাম ম্যানেজার আবদুল হামিদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তাগন বলেন, শিশুর প্রতি সকল ধরণের সহিংসতা, নির্যাতন, অত্যাচার, শোষণ ও পাচার বন্ধে বাংলাদেশ সরকারের উদ্যোগকে সহযোগিতার পাশাপাশি টেকনাফের বিভিন্ন ঝুঁকিপুর্ন এলাকায় শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে তাদের আত্মরক্ষার সক্ষমতাবৃদ্ধির একটি অংশ হিসাবে আত্মরক্ষা(মার্শাল আর্ট) প্রশিক্ষণ এর আয়োজনে বিজিএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগ সত্যিই প্রশংসার দাবী রাখে।
পাশাপাশি টেকনাফ এরিয়ায় শিশু সুরক্ষা বিষয়ে সেবা প্রদানের ক্ষেত্রে শিশু আইনে যথার্থ অধিকারগুলো ও শিশুর সকল প্রকার কল্যান নিশ্চিতকরনে জনগনের মধ্যে ব্যাপক সচেতনতা আনয়নে সকলে এগিয়ে আসা উচিত বলে বক্তাগন মনে করেন।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাহারছড়া ইউনিয়নে বেশ কিছুদিন পাহাড়ের কোল ঘেষে গুম,হত্যা, রাহাজানির সংবাদ পাওয়া যাচ্ছে। স্কুলগামী মেয়েরা নিরাপদে স্কুলে যেতে তাদের জন্য এই আত্মরক্ষামুলক তায়কোয়ান্ডো মার্শাল আর্ট প্রশিক্ষণ যুগোপযোগী পদক্ষেপ যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বলিষ্ঠ ভুমিকা রাখবে।

উল্লেখ্য যে, টেকনাফ উপজেলায় বলপ্রয়োগে বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের আগমনের ফলে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠির জীবন যাত্রার মান-উন্নয়নের লক্ষ্যে বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর সহযোগিতায় টেকনাফ উপজেলার সদর ও বাহারছড়া ইউনিয়নের এলাকার জনগোষ্ঠির শিশু ও তাদের পরিবারের সর্বোচ্চ স্বার্থ রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করন, আর্থ-সামজিক উন্নয়নে নারী নেতৃত্ব তৈরি, দক্ষতা বৃদ্ধি এবং বিশেষ করে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সামজিক নিরাপত্তা বিধানে সার্বিক উন্নয়নে সরকারের উন্নয়ন সহযোগী হিসাবে কাজ করে আসছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button