বিনোদন প্রতিবেদক:
আবহমান বাংলার চিরায়ত লোকসংস্কৃতির অন্যতম শাখা যাত্রাপালা বরাবরই গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত। তৃণমূল মানুষের অন্তরে বাস্তবিক উন্নয়নের এক স্বরুপ হিসেবে কাজ করে যাত্রাপালা। এ আলোকে ‘যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা-২০১২’ বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত যাত্রাপালা মঞ্চায়ন করে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সেই ধারাবাহিকতায় ‘যাত্রাশিল্পের নবযাত্রা’ শীর্ষক কর্মসূচির আওতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ ১২ জুলাই শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে বরগুনার পায়রা যাত্রা ইউনিটের পরিবেশনায় ‘গুনাই বিবি’ যাত্রাপালার মঞ্চায়ন হবে। ‘গুনাই বিবি’ যাত্রার পালাকার আবুল কালাম, পরিচালনা করেছেন মো. নজরুল মাতবর ফিরোজ। ১৩ জুলাই শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে ঢাকার নিউ লোকনাথ অপেরার ‘জীবন নদীর তীরে’ যাত্রাপালার মঞ্চায়ন হবে। যাত্রাপালাটির পালাকার রঞ্জন দেবনাথ, পরিচালনা করেছেন শামীম খন্দকার। বাংলাদেশের লোক ঐতিহ্য যাত্রাপালা দর্শকদের প্রদর্শনী দুটি উপভোগের আমন্ত্রণ জানিয়েছেন শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ।
সমেয়ের চিত্র/মাসরুর