আল আমিন, চাঁপাইনবাবগঞ্জ : মঙ্গলবার (২৪ মে ২০২৪) বিকাল সাড়ে ৪ টার সময় চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড গ্রাম বালুটুঙ্গী মিস্ত্রিপাড়া আম বাগানে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে।
ক্বারী মোহা: ডালিম ইসলাম এর ক্বারীয়ানা শিক্ষার্থীদের মাঝে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় কোরআান মাজিদ বিতরণ করা হয়েছে।
রাজশাহী রেঞ্জের ৭২ টি থানার মধ্যে তৃতীয় বার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পাওয়া শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন এর অর্থায়নে প্রতিনিয়ত গরিব, দুঃস্থ অসহায় শিক্ষার্থী এবং সমাজের নানা পেশার মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভতির হাত বাড়িয়ে দেন।
উক্ত আয়োজনে শিবগঞ্জ বালুটুঙ্গী মিস্ত্রিপাড়া আল: মো: ওসমান গনি এর সভাপতিরত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ৭২ টি থানার মধ্যে তৃতীয় বার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পাওয়া শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন তিনি বলেন এই অনুষ্ঠানটি আসলে দুনিয়াবি জাকজমকপূর্ণ যেকোনো সেই রকম গান-বাজনার অনুষ্ঠান এর চেয়ে আল্লাহ তায়ালার কাছে অনুষ্ঠানটি অনেক বড়। পবিত্র কোরআন মাজিদ পড়ে আমাদের এই বাচ্চারা আগামী দিনের কোরআনের মাধ্যমে তার জীবন গঠন করতে পারে।
তিনি আরও বলেন সমাজের ছোট ছোট বাচ্চাদের মাদ্রাসায় পবিত্র কোরআন শিক্ষা দেওয়া হয় সেটি খুবই গুরুত্বপূর্ণ, সমাজের প্রত্যেকটি মানুষকে আহ্বান জানায় তারা যেন এই ইসলামী আহকাম গুলো পবিত্র কোরআন শিক্ষা বাচ্চা পেয়ে থাকে এধরনের কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানাবো এবং সমাজের প্রত্যেকটি স্তরে পবিত্র কোরআনের আলো ছড়িয়ে যাক, পবিত্র কোরআনের আলোকিত হক সারাবিশ্ব।
এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক সময়ের চিত্র পত্রিকার সংবাদকর্মী মোঃ আল আমিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।