মোঃ আল আমিন, চাঁপাইনবাবগঞ্জ:
শুক্রবার ( ২৯ মার্চ ২০২৪) পদ্মা নদীর সাত্তার মোড় ঘাট, বোগলাউড়ি ঘাটসহ বেশকিছু পয়েন্টে মোবাইল কোর্টের এই অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেন’র নেতৃত্বে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মোঃ জুবায়ের হোসেন উপস্থিত ছিলেন। অবৈধভাবে বালু উত্তোলনকারী উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি গ্রামের মোঃ তাবারক আলীর ছেলে তরিকুল ইসলামকে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার বোগলাউড়ি ঘাটসহ বেশকিছু পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে।
রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।