আল আমিন, চাঁপাইনবাবগঞ্জ:
বৃহস্পতিবার (৩০ মে ) সকাল ১০ টার সময় চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ইউএনডিপি বাংলাদেশ এর বাস্তবায়নাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সহযোগীতায় উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করণীয় বিষয়ে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর এর সাথে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: উজ্জল হোসেন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের গ্রাম আদালত ৩য় পর্যায় প্রকল্পের জেলা ম্যানেজার মোঃ হাফিজ আল আসাদ; মো: আমিনুর রহমান ও আসাদুজ্জামান উপজেলা সমন্বয়কারী ।
উল্লেখ্য যে, উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল হোসেন বলেন, ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত সক্রিয় করার জন্য বেঞ্চ সহকারি/হিসাব সহকারীদের আরো গুরুত্বের সাথে কাজ করতে হবে। তাহলে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিচারিক সুবিধা বৃদ্ধি পাবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শনা: সাধারণ মানুষকে সহজে সুবিচার প্রদান ও আদালতে মামলার জট কমাতে গ্রাম আদালতকে কার্যকর করার নির্দেশনা প্রদান করেছেন।