শিবগঞ্জে কমিউনিটি পুলিশিং সভা
আল আমিন, চাঁপাইনবাবগঞ্জ :
পুলিশই জনতা-জনতাই পুলিশ এই স্লোগানকে সামনে রেখে মাদক, গবাদি পশু, ট্রান্সফরমার, বৈদ্যুতিক মিটার, ইজি বাইক চুরি ও ছিনতাই প্রতিরোধে শিবগঞ্জ উপজেলা দুলর্ভপুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং কমিটি পুনর্গঠন ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজম আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানা উপ-পুলিশ পরিদর্শক মোঃ হাসান আলী বক্তব্য বলেন, কমিউনিটি পুলিশ সারাবিশ্বে রয়েছে, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সমাজকে আরো কীভাবে সুন্দর করা যায়, পরিচ্ছন্ন করা যায়, সে লক্ষ্যে আমরা কাজ করছি। এক সময় গ্রামে বিচার ব্যবস্থা ছিল, কমিউনিটি পুলিশিংয়ের লক্ষ্যও একই রকম। আমরা নিজেরা যদি নিজের সমস্যা সমাধান করতে পারি সমাজে অপরাধ অনেকটা কমে যাবে। আর পুলিশতো সবসময়ই রয়েছে, দেশে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ মূলমন্ত্রে আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন মাদক, গবাদি পশু, ট্রান্সফরমার, বৈদ্যুতিক মিটার, ইজি বাইক চুরি, ছিনতাই, ইভটিজিং, যৌতুক ও মাদক ইত্যাদি সামাজিক অপরাধের বিরুদ্ধে সমাজের সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সমাজের সবাইকে একসাথে বসে সামাজিক সমস্যা সমাধান করতে হবে। এখন প্রতিমাসে সারাদেশে প্রতি থানায় ‘ওপেন হাউস ডে’ পালন করা হয়। যেখানে সাধারণ মানুষ পুলিশ অফিসারদের সাথে সরাসরি কথা বলেন, তাদের সমস্যা তুলে ধরেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, দুলর্ভপুর ইউনিয়নের সকল সদস্য, সংরক্ষিত সদস্য, গ্রাম পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। সভায় মাদক, গবাদি পশু, ট্রান্সফরমার, বৈদ্যুতিক মিটার, ইজিবাইক চুরি ও ছিনতাই বিষয়ে আলোচনা করা হয়।