শিবগঞ্জে অদম্য শারীরিক প্রতিবন্ধী পল্লব পেলেন সূবর্ণ নাগরিক কার্ড

মোঃ আল আমিন, চাঁপাইনবাবগঞ্জ 
শিবগঞ্জ উপজেলার  অদম্য শারীরিক প্রতিবন্ধী পল্লব কর্মকার পেলেন সূবর্ণ নাগরিক কার্ড। উপজেলা সমাজসেবা কার্যালয়ে পল্লব কর্মকার’র হাতে শারীরিক প্রতিবন্ধী সূবর্ণ নাগরিক কার্ড তুলে দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নায়ালাভাংগা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড রানীহাটি গ্রামের কাজল কর্মকারের ছেলে পল্লব কর্মকার (১৮)। জানা গেছে- আগামী ২৭ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত ফান্সের প্যারিসে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিক সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন পল্লব কর্মকার। তার অদম্য শক্তিকে কেউ দমাতে পারেনি। লালসবুজের জার্সিতে সাঁতার প্রতিযোগিতায় অংশ নেবেন তিনি।
২০০৭ সালে চাঁপাইনবাবগঞ্জ শিবতলা মোড়ে এক পাওয়ারটলি দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।  এরপর অপারেশনে তার এক পা হাঁটু থেকে কেটে ফেলতে হয়েছে, হতদরিদ্র পরিবারের সন্তান পল্লব কর্মকার।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস তিনি বলেন সে আমাদের কাছে এসেছিল শারীরিক প্রতিবন্ধী হিসেবে একটি স্মাট কার্ড নেওয়ার জন্য আমরা তাকে একটি প্রত্যয়ন দিলাম এবং দ্রুর্ত একটি স্মাট কার্ড প্রদান করব যাতে করে তার আগামী যাত্র ভালো হয়, তিনি আরও বলেন, প্রতিবন্ধীতা কখনো প্রতিবন্ধকতা হতে পারে না, ইচ্ছা শক্তিই বড় শক্তি। দৃষ্টান্ত উদাহরণ পল্লব কর্মকার। শারীরিক প্রতিবন্ধী হয়েও সে ভিক্ষাবৃত্তি করছে না। চালিয়ে যাচ্ছে একের পর এক সাঁতার প্রতিযোগিতা। তারপাশে থেকে উন্নতির লক্ষ্যে সার্বিক সহযোগিতা করা হবে।
এই বিভাগের আরো খবর