Home খুলনা বিভাগ কুষ্টিয়া বিশ্বসেরা গবেষকের তালিকায় ইবির ১৭ শিক্ষক

বিশ্বসেরা গবেষকের তালিকায় ইবির ১৭ শিক্ষক

20
0
SHARE

ইবি প্রতিনিধি:

অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় চলতি বছরে স্থান পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৭ জন শিক্ষক।

 

ররিবার (১০ অক্টোবর) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে জানা যায়, সারাবিশ্বের ৭ লাখ ৮ হাজার ৪৮০ জন গবেষক এ তালিকায় স্থান পেয়েছেন। তারমধ্যে বাংলাদেশের এক হাজার ৭৯১ জন গবেষকের নাম রয়েছে।

 

এডি সায়েন্টিফিক ইনডেক্সের এ তালিকায় ১২টি ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে। এ তালিকায় রয়েছে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান, অধ্যাপক ড. এস. এম. মোস্তফা কামাল, অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, অধ্যাপক ড. অশোক কুমার চক্রবর্তী, সহযোগী অধ্যাপক ড. মোঃ আবু হেনা মোস্তফা জামাল, অধ্যাপক ড. গাজী মোঃ আরিফুজজামান খান।

 

এছাড়া অধ্যাপক ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ জালাল উদ্দীন, অধ্যাপক ড. মোঃ মিনহাজ-উল-হক, অধ্যাপক ড. দীপক কুমার পাল, অধ্যাপক ড. মোহাঃ মনিরুজ্জামান, অধ্যাপক ড. কে. এম. আব্দুস সোবহান, সহযোগী অধ্যাপক ড. মোঃ হেলাল উদ্দিন, অধ্যাপক ড. মোঃ ইব্রাহিম আবদুল্লাহ, অধ্যাপক ড. মোঃ রুহুল আমিন ভুঁইয়ান, সহযোগী অধ্যাপক ড. মোঃ আহসানুল হক ও অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক এ গবেষকদের তালিকায় রয়েছে।

image_print