
লালমোহন (ভোলা) প্রতিনিধি: লালমোহন সৈয়দাবাদ নুরজাহান মহিলা দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে লর্ডহার্ডিঞ্জ এলাকার ঐতিহ্যবাহী ওই মাদরাসার প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাদরাসার সুপার (ভারপ্রাপ্ত) মাওলানা মোঃ শিহাব উদ্দিন, শিক্ষক মাওঃ ইউসুফ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক প্রভাষক মোঃ ইকবাল হোসাইন জুলহাস, যুগ্ন আহ্বায়ক (যুবলীগ) লালমোহন উপজেলা শাখা,বিশেষ অতিথি আরিফ খান জয় সাবেক সভাপতি ছাত্রলীগ লর্ডহার্ডিঞ্জ শাখা, আরো উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ হেলাল উদ্দিন ভূঁইয়া,শিক্ষক মোঃ হাবিবুর রহমান প্রমূখ।
অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।