‎লাখ টাকার আশায় সিংগাইর থেকে ৮টিরও বেশি বাসভর্তি লোক শাহবাগে ‎

মানিকগঞ্জ প্রতিনিধি:
‎প্রধান উপদেষ্টা ড. ইউনুস বিদেশ ফেরত প্রবাসীদের বিনাসুদে এক লক্ষ টাকা করে ঋণ দিচ্ছে, এমন সংবাদে ঢাকার পাশের কয়েকটি জেলা থেকে বাস, মিনিবাস, হায়েস ভর্তিকরে রাজধানীর শাহবাগের উদ্দেশ্যে যাত্রা করেন শতশত মানুষ। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা চান্দহর ইউনিয়ন থেকে ৮টির বায়রা ইউনিয়ন থেকে দুইটিসহ উপজেলার বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি বাস নিয়ে তারা শাহবাগে যায় বলে খবর পাওয়া যায়।

‎সোমবার (২৫ নভেম্বর) খুব ভোরে তারা সিংগাইর থেকে রওনা করেন। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়া পড়লে স্থানীয় প্রশাসনের টনক নড়ে। পরে সিংগাইর বাসস্টান্ড্যে পুলিশ মোতায়েন করে সিংগাইর থানা পুলিশ।

‎স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রধান উপদেষ্টা ড. ইউনুস বিদেশ ফেরত প্রবাসীদের বিনাসুদে ১লক্ষ টাকা করে ঋণ দিচ্ছেন। উপজেলার চান্দহর ও অন্যান্য ইউনিয়নে এমনি খবর রটায় একটি অজ্ঞাত চক্র। যেতে ইচ্ছুক প্রতিজনের থেকে ২৫০টাকা করে বাস ভাড়াও নেয় সেই অজ্ঞাত চক্রটি।

‎নাম না প্রকাশের শর্তে এক ভুক্তভোগী জানান, চান্দহর ইউনিয়নের পালপাড়ার সাইফুলের ছেলে রাব্বির নামে এক ব্যক্তি ওই অজ্ঞাত চক্রের সাথে জড়িত। চানদহর এলাকায় তিনিই বিষয়টি প্রচার করেন এবং সবার কাছ থেকে বাস ভাড়া তোলেন। পরে তারা সাভার পরিবহন, শুকতারা সার্ভিস ও মৌমিতা পরিবহনের বাস যোগে ঢাকা শাহবাগের উদ্দেশ্যে যান।

‎এবিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, খবর পেয়ে সিংগাইর বাসস্ট্যান্ডে পুলিশ মোতায়েন করে প্রতিটি যানবাহনে তল্লাশি করা হয়।  এ সময় ঢাকামুখি সন্দেহজনক চারটি বাসকে ফেরত পাঠানো হয়।

এই বিভাগের আরো খবর