দেশ

রানীশংকৈলে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও):

১১নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে দেশব‍্যাপী নানা কর্মসূচির মাধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়| এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ের  রাণীশংকৈল উপজেলায় দিনব‍্যাপী নানা কর্মসূচি গ্রহন করেছে উপজেলা আওয়ামী যুবলীগ।যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১১ নভেম্বর শনিবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন’ দুপুর ২টায় এক বন্যার্ঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়’ র‍্যালী শেষে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা সহ ৭৫’এর ১৫ আগস্ট নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা দলীয় কার্যালয় থেকে বের হয় শোভা যাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয় এবং ভারপ্রাপ্ত সভাপতি রেজার সভাপতিত্বে বিকেল ৪টায় পাবলিক লাইব্রেরী মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ:লীগ সভাপতি সইদুল হক, উপজেলা আ’লীগ সম্পাদক তাজউদ্দীন আহমদ,উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না,ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও মহিলা আলীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন,উপজেলা আলীগের কার্যকরী কমিটির অনেকেই উপস্থিত ছিলেন, যুবলীগ সম্পাদক রমজান আলী,অনুষ্ঠান সহযোগিতা করেন সাবেক মেয়র ও সাবেক যুবলীগ সভাপতি  আলমগীর সরকার। এছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়নের সভাপতি/ সম্পাদক সহ ইউনিয়নের চেয়ারম্যানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা মেনন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button