বিজয় রায়, রাণীশংকৈল:
কৃষিই সমৃদ্ধি, এই প্রতিপাদ্যকে ধারণ করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে
সরিষা,গম,ভূটা,শীতকালীন পেয়াজ ও চিনাবাদাম ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে ৯৬৫০ জন প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার ১৩ নভেম্বর সকালে কৃষি অফিস চত্বরে বিতরণের শুভ উদ্বোধন
করা হয়েছে।
কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিবার্হী অফিসার রকিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুর ইসলাম, প্রাণী সম্পাদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, বিএনপি’র নেতা মনিরুজ্জামান মনি,উপজেলা জামায়াতে’র সম্পাদক রজব আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাময়্যাল মার্ডি প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, শফিকুল ইসলাম শিল্পী, কৃষি অফিসের উপসহকারী ও উপকার রোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।