
সময়ের চিত্র ডেস্ক: রাজধানীর ভাষানটেক বস্তিতে আগুন লেগেছে, যা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫ ইউনিট।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টা ১৫ মিনিটে এই অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫ ইউনিট ইউনিট চেষ্টা করে রাত সাড়ে ৯ টা দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।
তিনি বলেন, আজ রাত ৮টা ১৫ মিনিটে আমাদের কাছে খবর আসে রাজধানীর ভাষানটেক বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে রাত সাড়ে ৮টায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে রাত সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন বলে খবর পাওয়া যায়নি।