রাজধানীতে পুলিশ-রিকশাচালক সংঘর্ষ, দুই পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে চালকরা। সড়কে গাড়ি ভাঙচুর করলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে, এতে দুই পুলিশ সদস্য আহত হন।
আজ বুধবার (২০ নভেম্বর) দুপুরের দিকে রাজধানীর দয়াগঞ্জ মোড়ে অটোরিকশার চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ জানিয়েছেন, ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে রিকশাচালকরা। সড়কে তীব্র যানজট সৃষ্টি হলে পুলিশ তাদের অনুরোধ করে সড়ক ছেড়ে দেয়ার জন্য। কিন্তু তারা পুলিশের অনুরোধ না মেনে উল্টো পুলিশের ওপর আক্রমণ চালায়, যার ফলে দুই পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ওসি আরও বলেন, “বর্তমানে (বেলা ১টা) সড়ক অবরোধ উঠে গেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এ ঘটনায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, গত মঙ্গলবার হাইকোর্ট ঢাকার মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজী এই আদেশ দেন। আদালত সংশ্লিষ্টদের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

তবে, বর্তমানে রাজধানীতে প্রায় ১৩ লাখ রিকশা চলাচল করছে, যার একটি বড় অংশ ব্যাটারিচালিত। বেশিরভাগ ব্যাটারিচালিত রিকশা রাজধানীর অলিগলিতে চলাচল করলেও, সেগুলো মাঝে মাঝে মূল সড়কে চলে আসে। খিলগাঁও, মান্ডা, বাসাবো, যাত্রাবাড়ী, কদমতলী, ডেমরা, মিরপুর, উত্তরা, সায়েদাবাদসহ অনেক এলাকায় এসব রিকশার চলাচল বেশি।
যদিও ঢাকার দুই সিটি করপোরেশন বেশ কিছু অভিযান চালালেও, এসব অবৈধ রিকশার দৌরাত্ম্য থামছে না। এর ফলে নিয়মিত দুর্ঘটনা ঘটে এবং অনেকেই আহত হচ্ছেন, এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে।

এই বিভাগের আরো খবর