
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরে কমার্স কলেজের পাশে রাস্তায় বৃহস্পতিবার রাতে বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে শিশুসহ ৪ জনের মৃত্যুর হয়েছে । নিহত ৪ জনের মধ্যে ৩ জন একই পরিবারের।
নিহতদের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেলে নেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ রাত প্রায় সাড়ে ১০টার দিকে খবর আসে মিরপুর কমার্স কলেজ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।